ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত
ই-বার্তা
প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:১০
মধ্যপ্রাচ্য
ই-বার্তা প্রতিবেদক।। ইরাকের স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর অভিযানে ৩০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।বিমান বাহিনীর পৃষ্ঠপোষকতায় ও স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় আল আনবার প্রদেশের আল-মালাহে এলাকায় এক অভিযানে ওই ৩০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া, তারা দায়েশের একটি ঘাঁটিও দখল করতে সক্ষম হয়েছে।
ইরাকের দিয়ালা প্রদেশের এক কর্মকর্তাও অপর এক খবরে সালাউদ্দিন ও দিয়ালা প্রদেশের মধ্যবর্তী আল বুবাকার স্থানে গুরুত্বপূর্ণ কিছু দায়েশ সদস্যের নিহত হওয়ার কথা জানিয়ে বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা নিহত হয়েছে। দায়েশের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
পরবর্তী খবর কয়লাখনি বিস্ফোরনে ৩৫ জন নিহত