কয়লাখনি বিস্ফোরনে ৩৫ জন নিহত


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৩১ মধ্যপ্রাচ্য

ই-বার্তা প্রতিবেদক।। ইরানের উত্তরের প্রদেশ গোলেসতানের এক কয়লাখনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এতে আহত হয়েছে অন্তত ৭০ জন শ্রমিক।

এ খনিতে এখনো নিখোঁজ রয়েছে ৩২ জন। খনির অন্তত চার হাজার ২৬৫ ফুট গভীরে তারা আটকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। খনিটিতে পাঁচশ শ্রমিক কাজ করছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় দুপুর একটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটে। খনিতে বিষাক্ত গ্যাস জমা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ