সাদা মনের মানুষ সুব্রত ভট্টাচার্য


ই-বার্তা প্রকাশিত: ১২ই মে ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:২০ দেশ

প্রথম পর্ব

২৪ সেপ্টেম্বর -১৯৪৩। একেবারে সুনসান নিরবতা। চতুর্দিক অন্ধকারে আচ্ছন্ন। মায়াবি একটি গ্রাম। যে গ্রামের নাম চৌ-বাড়ি পায়ড়াডাংগা। সেই গ্রামেই এক মাহেন্দ্রক্ষণে জন্ম সুব্রত ভট্টাচার্যের। পেশা শিক্ষকতা, নেশা গান আর মানুষকে ভালোবাসা। পেশায় অবসর নিলেও গান আর মানুষকে ভালোবাসা মৃত্যুর পরেও তিনি জিইয়ে রাখার ব্যবস্থা করেছেন। যা একজন সাধকের পক্ষেই সম্ভব। সুব্রত ভট্টাচার্য এখন প্রায় ৭৪-এ। যাঁর একটাই বাণী "সুন্দর হয়ে এসো করি সুন্দর”। সুন্দর মনের মানুষ তিনি। তাইতো এত সুন্দর বাণী। তাঁর দীর্ঘ সাধনার ফসল একটি প্রবন্ধ। নাম সনাতন সংস্কৃতি। যে বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাঠ্যতালিকায় স্থান পেতে যাচ্ছে। যা একজন লেখকের জীবদ্দশায় অনেক বড় প্রাপ্তি। যদিও প্রাপ্তির প্রত্যাশা তাঁর অতটা নেই। নিঃসঙ্গ ও নিঃস্বার্থ মানুষ সুব্রত ভট্টাচার্য। যিনি এখনও কর্মে কঠোর, চিন্তায় চঞ্চল, সাধনায় সফল, ভালোবাসায় বিভোর।

কর্ম, চিন্তা, সাধনা, ভালোবাসা, গান। কি সুন্দর একগুচ্ছ থোকা থোকা নাম। সবই যেন তাঁর জীবন সাথী। তাঁর প্রথম সাথীর নাম গান। যার সাথে পরিচয় হয়েছে ১৯৫০ সালে। যখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। গান বন্ধুটির সাথে পরিচয় করিয়ে দেন পিসতুতো বোন মন্জু চ্যাটার্জি। অর্থাৎ এই মন্জু চ্যাটার্জিই হচ্ছেন সুব্রত ভট্টাচার্যের গানের ওস্তাদ। যিনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেই সুব্রত ভট্টাচার্য রমরমা মিডিয়ার এই যুগেও এখনো বেতারেই নিয়মিত গান করেন। প্রায় ৪৫ বছর ধরে প্রথম গ্রেডের শিল্পী হিসেবে বেতারে গান করছেন তিনি। ১৯৭৬ সালে যে মানুষটি বাংলাদেশ বেতার, রংপুরের নিয়মিত শিল্পী হয়েছিলেন সে মানুষটির আজ মিডিয়ার সবগুলো চ্যানেলে থাকবার কথা। দুর্ভাগ্য চ্যানেলগুলোর যারা এখনও সুব্রত ভট্টাচার্যকে চিনতে পারলোনা। না চিনলেও ক্ষতি নেই। সুব্রত ভট্টাচার্য ওসবের তোয়াক্কা করেন না। এখানে দাপটের সাথে তোয়াক্কা শব্দটি ব্যবহার করলাম। পাঠক কিছু মনে করবেন না। সুব্রত ভট্টাচার্যের ক্ষেত্রে " তোয়াক্কা " শব্দটি মানায়। কারণ ১৯৭১ সালে বর্তমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় তিনি মুক্তিযোদ্ধাগণের কন্ট্রোল রুম ইন-চার্জের দায়িত্ব পালন করেছিলেন। দুই মাসের জন্য তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন আলহাজ ডাঃ ওয়াসেক। যিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন। সুব্রত ভট্টাচার্য ইচ্ছে করলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি কারণ তিনি যা করেছেন তা দেশকে ভালোবেসেই করেছেন। তাঁর কথা, ভালোবাসার আবার প্রতিদান কিসের? সুব্রত ভট্টাচার্য অহংকারের সাথে বলেন, "যেদিন আমি মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধা ভাতা কিংবা টাকা পাবো সেদিন যেন আমার মৃত্যু হয়"।এ সময়ে এমন সাদামনের স্বচ্ছ মানুষ কজন মেলে, বলুন? যারা একটি মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন আর সেসময়ে সুব্রত ভট্টাচার্য এ কি বলছেন? একেই বলে "তোয়াক্কা"।

মোঃ রেজাউল করিম রেজা
(লেখাটি চলবে, চোখ রাখুন)

সর্বশেষ সংবাদ

দেশ এর আরও সংবাদ