স্যামসাং গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস বিক্রিতে রেকর্ড
ই-বার্তা
প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার
| দুপুর ০১:২৩
স্মার্টফোন
ই-বার্তা ।। এক মাসেরও কম সময়ে এক কোটি গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং ইলেকট্রনিকস। স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের প্রথম স্মার্টফোনটির ক্ষেত্রে এই মাইলফলক স্পর্শ করতে সাত মাস সময় লেগেছিল।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের এস৮ স্মার্টফোনটি পাঁচ কোটি ইউনিটের বেশি বিক্রি হবে, যা বিক্রির দিক থেকে ছাড়িয়ে যাবে এর আগের সংস্করণ গ্যালাক্সি এস৭-কে।
স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকায় এ তথ্য প্রকাশ করেছে। স্যামসাং কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের নতুন এই মডেলের স্মার্টফোনটি গত ২১ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হয়। গত বৃহস্পতিবার থেকে চীনের বাজারে এস৮ বিক্রি শুরু হয়েছে। শিগগিরই বিশ্বের ১২০টি দেশে এ ফোনটি বিক্রি শুরু হবে।
স্যামসাং জানিয়েছিল, শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে এস৮ স্মার্টফোনটির জন্য ১০ লাখের বেশি আগাম ফরমাশ পেয়েছিল তারা। এ ছাড়া বিক্রির প্রথম দিনটিতেই দুই লাখ ৬০ হাজার ইউনিট এস৮ বিক্রি হয়েছিল।
পরবর্তী খবর কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করছে অ্যাপেল