স্ক্র্যাচ ও ডাস্ট প্রুফ প্রযুক্তির ফোন আনলো ওয়াল্টন
ই-র্বাতা
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৪৪
স্মার্টফোন
ই-বার্তা প্রতিবেদক।। দেশের বাজারে প্রিমো ইএফ৫ সিরিজের নতুন স্মার্টফোন আনল ওয়ালটন। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে স্ক্র্যাচ ও ডাস্ট প্রুফ প্রযুক্তি, যার ফলে মোবাইলের পর্দায় আঁচড় পড়া এবং ধুলাবালু প্রবেশ থেকে রক্ষা করবে ফোনকে।
পাশাপাশি সাধারণ ফোনের ডিসপ্লেকে তিনগুণ বেশি সুরক্ষিত রাখবে। তিন স্তরবিশিষ্ট ডিসপ্লে প্যানেল থাকায় গ্রাহকদের আলাদা করে স্ক্রিন প্রোটেকটর ব্যবহার করতে হবে না। ফোনটিতে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম।
বিএসআই সেন্সরসমৃদ্ধ হাই ডেফিনেশনের ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫ ইঞ্চি পর্দার ফোনে রয়েছে ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। ৫১২ মেগাবাইট র্যা ম, ৮ জিবি রম ও ২৩০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ ৪, মাইক্রো ইউএসবি ২, ল্যান হটস্পট, ওটিএ, এইচডি ভিডিও প্লে-ব্যাক, ক্যামকর্ডার ও রেকর্ডিং সুবিধাযুক্ত এফএম রেডিও।
১৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৪ হাজার ৫৫০ টাকা।