আর্থিক মূল্য দিয়ে এই রক্তদানের হিসাব করা যায় না


ই-বার্তা প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার  | বিকাল ০৪:৫২ মেডিকেল

সাজিদ সুমন ।। ই-বার্তা ।। রক্ত মানব দেহের একটি অতি গুরুত্বপুর্ণ তরল পদার্থ। রক্ত হল আমাদেরে দেহের জ্বালানি স্বরূপ। রক্ত পৃথিবীর সবচাইতে দামী তরলের একটি। রক্তের আছে অনেক ধরনের গ্রুপ। এ পজেটিভ, এবি পজেটিভ, বি পজেটিভ, ও পজেটিভ ও এই একই গ্রুপের নেগেটিভ রক্তের গ্রুপ আমরা সাধারনত দেখতে পাই। রক্তদান করা একটি মহৎ কাজ। কোন আর্থিক মূল্য দিয়ে এই রক্তদানের হিসাব করা যায় না। এর সঙ্গে সম্পর্ক জীবনের। এটি একান্তই মানবিক গুণ। বিশুদ্ধ রক্ত যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি দূষিত রক্ত বা ভুল গ্রুপের রক্ত কেড়ে নেয় প্রাণ। অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর অন্যতম উপকরণ হচ্ছে রক্ত। জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ এ উপকরণটি যেমন সব মানুষ দিতে পারে না তেমনি সব স্থান থেকে এটি সংগ্রহ করা যায় না। এটি স্থাপনেও রয়েছে অনেক নিয়ম-কানুন। তাই রক্তের গ্রুপ ও সঠিক নিয়ম মেনে রক্ত দেওয়া এবং নেওয়া উচিৎ।

সর্বশেষ সংবাদ

মেডিকেল এর আরও সংবাদ