জন্মান্তরবাদ


ই-বার্তা প্রকাশিত: ১লা জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ০৯:১৯ কবিতা

আকরাম হোসেন।।

একদিন সমস্ত শব্দকোষ খুঁজে কিছু শব্দ বের করবো
তোমাকে শুনাবো বলে।
একদি ভাষাতাত্ত্বিকদের কাছে যাবো
নতুন কিছু শব্দ ধার করে মালা গাঁথবো
তোমাকে পরাবো বলে।
স্রোতে টানে ভেসে তোমাকে বলার মত শব্দ হারিয়ে ফেলেছি
অবশিষ্ট আছে শুধু কৃত্রিমতা।

এক আচমকা বৃষ্টিতে তোমাকে ভেজাবো
মাঝ রাতে জ্বরে সাথে সখ্যতা চাই বলে
মুর্ছা যাওয়ার উপক্রম
তবুও আদরে গা ভাষাতে ক্লান্তি নেই আদুরিনি।
রুক্ষ ঠোঁটের ভিতরে ভিতরে পরিশ্রান্ত
তবুও চুম্বনে অরুচি নেই।
একদিন আদিমতার পথ ধরে অসভ্যতা।
প্রাণ রসায়ন হিসাব পাল্টে
জন্মন্তবাদে মিলিত হবে।
স্রেফ চুম্মনে গড়মিল হয়ে যাবে সব।

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ