ফাল্গুনী মেয়ে


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার  | সকাল ১০:১৮ কবিতা

কামরুল আহমেদ

ভক্ত কহে—
শুনেছো ! ফাল্গুনী এসেছে আবার ! এনেছে পুষ্পমালা !
সঙ্গে এনেছে বসন্তদূত, কন্ঠে শুনোনি তার প্রেমজ্বালা !?
সখীর দর্শনে ডাকে “কুহু” সখী মজে চুরাপ্রেমের খেলায়,
আঁড়ালের ডালে বসে বলে “কুহি” খুঁজো কিসের জ্বালায় !?
তরু-লতা জেগেছে আবার, ঐ ফাল্গুনীর যৌবন হাওয়ায়,
তুমি মজলে না ফাল্গুনীর ছন্দে, বলোনা “কবি” কি ব্যাথায়" !
কবি কহে—
"ফাল্গুনী মেয়ে এসেছে কি ! এনেছে কি সাথে পুষ্পমালা !
আমার গলে দিবে কি পড়ে মালা ! এই ঘোর সন্ধা বেলা ?
বিহঙ্গ সাঁজিয়েছে কি বাসর, রক্তচূর্ণ শিমুলের মগ ডালে !
সূর্য্যি মিঠে জ্ব্যোতি বিলিয়েছে কি, বিহঙ্গের উষ্ণ কোলে"!
ভক্ত কহে—
"আহা ঐ ফাল্গুনীর ঝলসানো রুপ ! দেখবে না কি চেয়ে ?
নায়ুরী এসেছে ফাল্গুনী আজ ! কবি সময় রবে না বয়ে !
মাঘের কাঁপুনি ভুলেছে প্রজাপতি, ফাগুনীর উষ্ণতা চায় !
মৌমাছি নেচে গেয়ে ফাল্গুনীর বয়ে আনা পুষ্পমধু খায়" !
কবি কহে—
"নায়ুরী এসেছে ফাল্গুনী আবার ! সে এবারও যাবে চলে !?
গলে দেওয়া পুষ্পমালা, কত বার বিদায়ে নিয়েছে খুলে !
হে ভক্ত! করবে কি আকুতি, ফাল্গুনীর প্রেমে হও আসক্ত,
বয়ে চলা প্রেমের তরী অথৈই জলে হোক আবার বিভক্ত" !
ভক্ত কহে—
"ওহে কবি, এই ব্যাথায় ফাল্গুনীর প্রেমে মজিলে না ছলে,
প্রেমনদীও শুনিনি আমি মরে জোয়ার-ভাটার কোবলে" !

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ