দেশে আইফোন ইমপোর্ট করবে না আমদানিকারকরা


প্রকাশিত: স্মার্টফোন

ই-বার্তা।। বৈধ পথে দেশে আইফোন আর ইমপোর্ট করবে না আমদানিকারকরা। আইফোন আমদানিতে তারা এখন আগ্রহী নন।

বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রে ফোন আসে আইফোন। বৈধ পথে ১০ হাজার আইফোন আনলে গ্রে ফোন বাজারে আসে ৫০ হতে ৬০ হাজার বলেন, ইউনিয়ন গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের এমডি রাকিবুল কবির।ইউনিয়ন গ্রুপের মোবাইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের সিপিএল কোম্পানি দেশে আইফোন আমদানি ও ডিস্ট্রিবিউশনে অন্যতম।

তিনি বলেন, বৈধ পথে আমদানি ও গ্রে মার্কেটের এই হিসাব ২০১৬ সালের। এটা হতাশাব্যাঞ্জক এবং একদম অসামঞ্জস্য।এ বছর সব মিলে সাড়ে ৩৪ শতাংশ শুল্ক ও করের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আর আইফোন ইমপোর্ট করবো না। আগে ১০ হাজার আনতাম এখন ৫০০ আসবে-অপারেটরসহ কিছু ক্লায়েন্টের জন্য। ৯৫ শতাংশ আইফোনের বাজারই হবে গ্রে।’

যদি এই ডিউটি থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না আইফোন ইমপোর্ট করে বিক্রি করা। এটি শতভাগই গ্রে আসবে বলে এই আমদানিকারক মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ