কোরবানির ঈদ স্পেশাল আজকের রেসিপি- আচারী মাংস
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার
| দুপুর ১২:৩৭
লাইফ
যা যা লাগবে-
গরুর মাংস ১ কেজি (হাড় ছাড়া), তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা ১ টেবিল চামচ, রসুন ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, তেজপাতা ৪টা, পাঁচফোড়ন ১ চা চামচ, তেঁতুল ক্বাথ আধা কাপ, চিনি ২ চা চামচ, শুকনা মরিচ ৪টা, হলুদ গুঁড়া ১ চা চামচ।
প্রণালি-
প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনা মরিচ ফোড়ন দিয়ে তেঁতুল ও চিনি বাদে সব মসলা দিয়ে কষাতে হবে। এখন মাংস দিয়ে কষিয়ে পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হলে তেঁতুল-চিনি দিয়ে দিতে হবে। এখন মাংস তেলের উপর উঠলে নামাতে হবে। আচার মাংস অবশ্যই ভাতের সঙ্গে খুব ভাল লাগবে। খিচুড়ির সঙ্গেও খুব লাগবে।
আগের খবর কাজের ক্ষেত্রে চাপ মোকাবেলা
পরবর্তী খবর ঈদ হোক এবার বাহারি শাড়ীতে