একনজরে গ্যালাক্সি নোট ৮
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৪:৩৯
স্মার্টফোন
ই-বার্তা ।। আগামী ২২ সেপ্টেম্বর গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এ স্মার্টফোনের দাম হবে ৯৪ হাজার ৯০০ টাকা। সম্প্রতি স্যামসাংয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
কি থাকছে স্যামসাং এর নতুন এই ফোনটীতে একনজরে দেখা যাক।
দাম: ৯৪,৯০০ টাকা।
ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি কিউএইডি প্লাস সুপার অ্যামোলেড
প্রসেসর: অক্টোকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫/এক্সিনোস ৮৮৯৫
র্যাম: ৬ জিবি
স্টোরেজ: ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি, মাইক্রোএসডি সমর্থন
ক্যামেরা: পেছনে ১২ এমপি ওয়াইড ও টেলিফটো, সামনে ৮ এমপি, অ্যাপারচার এফ/১.৭,
এইচডিআর ভিডিও
ব্যাটারি: ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার, বদলযোগ্য নয়, তারহীন চার্জিং
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৭.১.১ নোগাট
ফিচার: হার্ট রেট মনিটর, আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাকসিলরোমিটার, ব্যারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ, কুইক চার্জিং, ডুয়াল সিম, থ্রিজি, ফোরজি, লাউড স্পিকার, অডিও জ্যাক ৩.৫ এমএম। ওয়াই-ফাই, ব্লটুথ, ইউএসবি টাইপ সি, জিপিএস। আচড়, পানি ও ধুলারোধী, গরিলা গ্লাস ৫ মাল্টিটাচভ।
ডিজাইন: পুরু ৮.৬ এমএম, প্রশস্ত ৭৪.৮ এমএম, ওজন ১৯৫ গ্রাম, উচ্চতা ১৬২.৫ এমএম।
আগের খবর ৯৫ হাজার টাকার স্মার্টফোন !
পরবর্তী খবর উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮