উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮
ই-বার্তা
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৪:১৩
স্মার্টফোন
ই-বার্তা ।। স্যামসাংয়ের পণ্য পরিকল্পনা বিভাগের পরিচালক সুজান ডি সিলভা ২৩ আগস্ট নিউইয়র্কের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নোট ৮ উন্মুক্ত করেছে স্যামসাং।
গ্যালাক্সি নোট ৮। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারে ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার। স্যামসাংয়ের
তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। গত বছর বাজারে আসা নোট ৭ নিয়ে যে বিপাকে পড়তে হয়েছিল স্যামসাংকে। নোট ৮ দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র্যাম।
আগের খবর একনজরে গ্যালাক্সি নোট ৮
পরবর্তী খবর উন্মোচিত হলো আইফোন ৮ ও আইফোন এক্স