রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপ করতে সাংসদ বদি’র প্রতি শাহ্ ওমরের আহ্বান
ই-বার্তা
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৪:০৬
প্রতিক্রিয়া
ই-বার্তা ।। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ ওমর এক ফেসবুক স্ট্যাটাসে সাংসদ আবদুর রহমান বদি কে রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
স্ট্যাটাসে তিনি সাংসদকে উদ্দেশ্য করে বলেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে আপনার প্রভাব সম্পর্কে কমবেশি সবাই অবগত। আপনার কাছেই জাতির অনেক প্রশ্ন রয়েছে। যদিও বা আপনি এর জন্যে বাধ্য নন, তবুও মানবতার দোহাই দিয়ে বলছি; কেবল আপনিই এর উত্তর দিতে পারেন!
তার ফেসবুক স্ট্যাটাস টি নিচে হুবহু তুলে ধরা হলো...
মাননীয় সাংসদ-“আবদুর রহমান বদি’র দৃষ্টি আকর্ষণ করে, সবিনয়ে অনুরোধ করছি। আপনি ভিডিও কনফারেন্স করেন তাও সম্ভব না হলে ফেসবুক লাইভে আসুন। পুরো বিশ্ববাসী আপনার মুখের দিকে তাকিয়ে।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে আপনার প্রভাব সম্পর্কে কমবেশি সবাই অবগত। আপনার কাছেই জাতির অনেক প্রশ্ন রয়েছে। যদিও বা আপনি এর জন্যে বাধ্য নন, তবুও মানবতার দোহাই দিয়ে বলছি; কেবল আপনিই এর উত্তর দিতে পারেন! হয়তো করেতে পারেন পুরো ব্যাপারটা’র সমাধান!
আসুন মাননীয় সাংসদ মহোদয়……
আগের খবর গন্ধ
পরবর্তী খবর প্রেমে ব্যার্থ হয়েই মুসলিমবিদ্বেষী হয়ে উঠেন সুচি