মানুষ মানুষের জন্য


ই-বার্তা প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:২৭ প্রতিক্রিয়া

আমি ডাঃ ফারহানা মোবিন বলছি, আমি আমার হার্ট (heart), লাংস (lungs), লিভার (liver), কিডনী (kidneys), প্যানক্রিস (pancreas), আমার দুই চোখ মরণোত্তর দান করে দিয়েছি। আমার মৃত্যুর পর কোন এক নারী চিকিৎসক আমাকে কেটে টুকরো বানাবে। আমি কনসেন্ট পেপারে (consent paper) লিখেছি।

পৃথিবীর যেখানেই আমার মৃত্যু হোক, আমার এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। আমার মৃত্যু কিভাবে হবে আমি জানি না। আমার এই ইচ্ছে পূরণের মালিক আল্লাহ। আমি চাই, আমাদের দেশে এই সংখ্যাটা বেড়ে যাক। মেডিক্যাল রিসার্চ (Medical research) ও অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের (Organ Transplantation) কাজ টা হোক কয়েক গুণ বেশী পরিমাণে। এই জন্য আমার এই আহ্বান অগণিত বার সকলকে জানাই। আমাদের দেশে অনেক মানুষ একটা কর্ণিয়ার অভাবে অন্ধ হয়ে যায়। কিডনী ট্রান্সপোর্টেশনের অভাবে অনেক সময় কিডনীর জটিলতায় মারা যায়। আপনার মরণোত্তর দান করে দেওয়া একটি অঙ্গ থেকে উপকৃত হোক মানুষ। জয় হোক মানবতার।

ডাঃ ফারহানা মোবিন
রেসিডেন্ট মেডিকেল অফিসার, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
স্কয়ার হাসপাতাল, ঢাকা।
এম.পি.এইচ, সিসিডি (বারডেম হাসপাতাল)
সি-কার্ড (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)
কোয়ান্টাম গ্রাজুয়েট (কোয়ান্টাম ফাউন্ডেশন)

সর্বশেষ সংবাদ

প্রতিক্রিয়া এর আরও সংবাদ