অ্যাপল এর নতুন চমক ‘আইফোন রেড’
ই-র্বাতা
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার
| বিকাল ০৪:১৭
স্মার্টফোন
ই-বার্তা প্রতিবেদক।। নতুন আইফোন ৭-এর বিশেষ সংস্করণে নতুন মাত্রা যুক্ত করলো ‘আইফোন রেড’।
এবারই প্রথম গাঢ় লাল রঙের আইফোন বানাল অ্যাপল। তবে আরও নতুনত্ব থাকছে নতুন আইফোনে। ৩২ ও ১২৮ গিগাবাইটের সঙ্গে থাকছে ২৫৬ গিগাবাইটেরও ধারণক্ষমতার নতুন আইফোন।
আইফোন ৭ ও ৭ প্লাসের সমমাপের পর্দার সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ২৪ মার্চ বাজারে এসেছে বিশেষ সংস্করণের এই আইফোন, যার মূল্য শুরু হয়েছে প্রায় ৮২ হাজার টাকা থেকে।
গাঢ় লাল রং ছাড়াও বিশেষ একটি কারণে আলোচনায় উঠে এসেছে নতুন আইফোনটি। প্রতিটি আইফোন বিক্রির অর্থের একটা অংশ এইডস আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা সংস্থা প্রোডাক্ট রেডকে সহায়তায় ব্যয় করা হবে। এরই মধ্যে ১৩ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে সংস্থাটিকে।
অ্যাপলের নির্বাহী প্রধান টিম কুক জানিয়েছেন, ১০ বছর ধরে অ্যাপলের বিভিন্ন পণ্যের অর্থের একটা অংশ সংস্থাটিকে দিয়ে আসছেন তাঁরা। তবে এবারের অনুদানটিই সবচেয়ে বড় অবদান।
পরবর্তী খবর সিম্ফনির নতুন মোবাইল পি-সেভেন প্রো