সিম্ফনির নতুন মোবাইল পি-সেভেন প্রো
ই-র্বাতা
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৭, বুধবার
| দুপুর ১২:৫৭
স্মার্টফোন
ই-বার্তা প্রতিবেদক।। জনপ্রিয় মোবাইলফোন নির্মাতা কোম্পানি সিম্ফনি এবার নিয়ে এলো নতুন স্মার্টফোন পি-সেভেন প্রো।
স্মার্টফোনটিতে আছে অত্যাধুনিক সব ফিচার সহ ডুয়াল ফ্ল্যাশ প্রযুক্তি। ট্রাই টোন এলইডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে এই হ্যান্ডসেটটিতে যার কারণে ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ভালো ছবি উঠবে। ।
১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উভয়তেই অ্যাপারেচার দেওয়া হয়েছে ২.০। ক্যামেরা ফিচার হিসেবে আছে ফেস বিউটি, প্যানোরোমা মোড ও এইচডিআর মোড।
১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর এবং ৩ জিবি ডিডিআর থ্রি র্যা ম দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ৫.৩ ইঞ্চি এইচ ডি আইপিএস ডিসপ্লের সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। গ্লাস। ১৬ জিবি ধারণ ক্ষমতা থাকলেও ফোনটির মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ওটিজি এবং ওটিএ সাপোর্টেড এই স্মার্টফোনটিতে আছে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এই স্মার্টফোনটির আইডি ডিজাইনেও রয়েছে নতুনত্ব, ব্যবহার করা হয়েছে বিগ ক্যামেরা রিং, টেক্সচারড লেন্স, ট্রাই টোন ফ্ল্যাশ, স্পিকার এবং ২.৫ ডি কার্ভ। স্মার্টফোনটির মূল্য নির্ধারন করা হয়েছে ৯ হাজার ৯৯০ টাকা।
আগের খবর অ্যাপল এর নতুন চমক ‘আইফোন রেড’
পরবর্তী খবর আলোচিত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৮