বৃষ্টিতে গৃহস্থালির যত্ন


ই-বার্তা প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৩০ লাইফ

ই-বার্তা ।।
এই রোদ এই বৃষ্টি, এই আবওহাওয়াতে জামা কাপড়, ঘরের আসবাবপত্র এইসব এর বিশেষ যত্ন নিতে হয়। নয়ত বিভিন্ন ছত্রাকের আক্রমনে নষ্ট হতে পারে জামা কাপড়। আর ঘরের স্যাঁতসেঁতে ভাব আপনার ঘরের পরিবেশ নষ্ট করতে পারে।

১। যেকোনো ঋতুতেই কাপড় ভালোমতো শুকিয়ে নিতে হবে। যেটুকু সময় রোদ পাওয়া যাবে, সেই সময়ের মধ্যেই কাপড় শুকিয়ে নিন।


২। আলমারিতে রাখা শুকনো কাপড়গুলোর ভাঁজে ন্যাপথলিন দিন। এতে পোকা কিংবা ছত্রাকের হাত থেকে রেহাই পাবে পোশাক।


৩।কাঠের আলমারি, ছবির ফ্রেম কিংবা বইয়ের তাকে একধরনের স্যাঁতসেঁতে ভাব দেখা দেয়। সেই সঙ্গে কাঠের আসবাবের দরজা বা পাল্লার আকার কম-বেশি হয়ে যাওয়ায় সহজে আটকানো যায় না। ঘরের সদর দরজার ক্ষেত্রেও দেখা যায় একই চিত্র। বাতাসে আর্দ্রতার কারণে এমনটি হয়ে থাকে। প্রতিটি ঋতুর কথা মাথায় রেখেই আসবাবের কাঠ বাছাই করুন।


৪। বর্ষায় ঘরে এমন কাপড়ের পর্দা বাছাই করুন যাতে বৃষ্টির ছাটায় ভিজে গেলেও শুকিয়ে যায় তাড়াতাড়ি। যেমন নেট কিংবা সিল্ক। বর্ষায় একটু উজ্জ্বল রঙের পর্দা ব্যবহার করতে পারেন। কেননা বাইরের মেঘাচ্ছন্ন পরিবেশেও আপনার ঘর উজ্জ্বল দেখাবে।


৫। অন্দরে সুগন্ধিযুক্ত মোমবাতি, এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন। এতে গুমোট ভাব চলে যাবে।


৬। তিল পড়া বা ফাঙ্গাসযুক্ত কাপড় গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে নিন। জর্জেটের কাপড় চাইলে শ্যাম্পু দিয়েও ধুতে পারেন।


৭। বারান্দায় কিংবা লিভিং রুমে রাখা বিভিন্ন গাছের টবে যাতে অতিরিক্ত পানি না জমে, সেদিকে খেয়াল রাখুন।


সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ