চুল স্ট্রেট করানোর সাইড ইফেক্টস ভয়ঙ্কর !
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:১৬
লাইফ
ই-বার্তা ।। অনেকেই চুলে এক এক দিন এক এক ধরনের স্টাইল করে থাকেন। কোন দিন সোজা তো কোনদিন কোঁকড়ানো। আর এর মাঝে চুলের উপর করা হয় অত্যাচার। এর মধ্যে চুল সোজা করার সময় ক্ষতি বেশী হয়। জেনে নিন স্ট্রেট করার ফলে আপনার কী ক্ষতি হতে পারে ।
১। চুল স্ট্রেটনিং এর সব থেকে বড় সাইড এফেক্ট হলো ড্রাই হেয়ার ।কেমিক্যাল আর হিট ন্যাচারেল অয়েল নষ্ট করে দেয় ।এছাড়াও চুলের ইলাস্টিসিটিও কমে যায় । ফলে চুল হয়ে ওঠে প্রচন্ড শুষ্ক ।
২। চুল ড্রাই আর স্ট্রেট করা হলে তার ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় । এছাড়াও ক্ষতিকারক কেমিক্যালও চুল কে ভঙ্গুর করে দেয় ।
৩। চুল স্ট্রেট করতে যে সব কেমিক্যাল ব্যাবহার করা হয় তা হেয়ার ফলিকলসের ক্ষতি করে । আর এর থেকে চুল পরে উঠে যেতে পারে ।
৪। আগেই বলেছি চুল স্ট্রেট করার ফলে চুলের ন্যাচারল অয়েল শুকিয়ে যায়‚ একই সঙ্গে চুলের স্কাল্পেও যে ন্যাচরাল অয়েল থাকে তাও শুকিয়ে যায়। এর ফলে স্কাল্পে চুলকানি এবং ইরিটেশন হতে পারে ।
৫। চুল স্ট্রেট করার একটা বড় সাইড এফেক্ট হচ্ছে শুষ্ক চুল নির্জীব দেখায় | এটা হয় কারণ চুলের ন্যাচারল অয়েল নষ্ট হয়ে যায় |
আগের খবর কফির সাথে টফি !
পরবর্তী খবর আর নয় পেন্সিলে ভ্রু আকানো !