মাথার খুশকিকে জানান বিদায় !
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:০৭
লাইফ
ই-বার্তা ।। ছেলে কিংবা মেয়ে উভয়েরই একটা কমন চুলের সমস্যা হল খুশকি। আর এই খুশকি জিনিস্টা এতটাই নাছড়বান্দা যে একবার আসলে আর যাওয়ার নাম নেয়না। আর যার ফলে ভুগতে হয় চুলের বিভিন্ন ধরনের সমস্যায়। যাদের মাথায় খুশকি আছে তাদেরকে এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। চলুন খুশকি তাড়ানোর কিছু উপায় জেনে নেই।
১। একটি টি কাপে ১ কাপ গরম পানি আর ১ কাপ হোয়াইট ভিনেগার নিয়ে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণ নিয়ে আপনার চুলের গোঁড়ায় লাগিয়ে নিন। এটা লাগিয়ে রাখার ১০ থেকে ২০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনি সপ্তাহে এক থেকে দুই বার ব্যবহার করলে খুশকি কমে আসবে।
২। প্রতি ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ কাপ গরম পানি মিশিয়ে তা একটি বোতলে পুরে ভালোভাবে ঝাকিয়ে নিন। প্রতিবার শ্যাম্পু করার আগে এই মিশ্রণ দিয়ে আপনার চুল ধুয়ে নিন, চাইলে শ্যাম্পুর সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে নিয়ে শ্যাম্পু করতে পারেন।
৩। দুই মুঠ নিমপাতা নিয়ে ৪ থেকে ৫ কাপ গরম পানির মধ্যে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন এটি ব্যবহার করে দেখুন খুশকি চলে যাবে।
৪। শুধুমাত্র অ্যালোভেরা জেল নিয়ে আপনার মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন এবং তারও ১৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এতেই আপনার মাথায় খুশকি কমে আসবে।
৫। চুল খুশকিমুক্ত রাখতে আপনার চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
আগের খবর হলুদের যত গুন
পরবর্তী খবর বেঁচে থাকুক ভালোবাসা !