বেঁচে থাকুক ভালোবাসা !
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:২৯
লাইফ
ই-বার্তা ।। বিয়ে এমন একটি বন্ধন যেখানে একজন নারী ও একজন পুরুষ সুখে, দুঃখে সারাজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেন। একসাথে চলার পথে বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তি আসবেই। সম্পর্ক মুখ থুবড়ে পড়বে কিন্তু আবার ঘুরে দাড়াতে হবে নিজেদেরই। ভালোবাসাই স্বামী-স্ত্রীর মধ্যে হৃদয়ের অটুট বন্ধন। যা সাংসারিক বন্ধন তৈরি করে। ভালোবাসা ছাড়া কোনো সাংসারিক দাম্পত্য জীবন সুখী হতে পারে না। তাই দুজন দুজনের প্রতি মায়া-মমতা ও ভালোবাসা থাকতে হবে। চলুন দেখে আসি দাম্পত্য জীবনে সুখে থাকার কিছু উপায়।
১। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন মনের মিল। যে কোনো সমস্যায় দুজনে খোলাখুলি কথা বলুন। পরস্পরের পছন্দ–অপছন্দও জেনে নিন এবং গুরুত্ব দিন দেখবেন সুখেই কাটছে সংসার।
২। আপনার স্ত্রীকে শারীরিক ঘনিষ্ঠতায় জোর করবেন না বা কোনো কিছু চাপিয়ে দেবেন না।
৩। বিশেষ দিন যেমন, বিবাহবার্ষিকী, জন্মদিন। এই দিন গুলোতে বিশেষ আয়োজন রাখতে পারেন। এছাড়া উভয়ে নিজেদের উপহার দিতে পারেন। এত সংসার হবে আনন্দময়।
৪। সারা সপ্তাহ কাজ করে মন ও শরীর ঠিক রাখতে ছুটির দিনে সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়াতে পারেন।
৫। স্বামী বা স্ত্রী দুজন দুজনের পছন্দের গুরুত্ব দিন। সব সময় নিজেকে নিয়ে ভাববেন না। ব্যস্ত থাকলেও, কাজের মধ্যে সময় বের করে খবর নিন।
আগের খবর মাথার খুশকিকে জানান বিদায় !
পরবর্তী খবর কুমড়ো বীজের জাদুকরী গুন !