পুজোর সাজ
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:১২
লাইফ
ই-বার্তা ।। যেকোন উৎসবে সবাই চায় তাকে দেখতে সব থেকে ভাল লাগুক। দূর্গা পুজা মানেই একটা অন্যরকম বাঙালী বাঙালী ভাব। লাল পেড়ে সাদা শাড়ী, আলতা, চুড়ি, লাল টিপ এইসবেই পূর্নতা পায় পূজোর সাজ। চলুন দেখে আসি ষষ্ঠী থেকে ভাসানের দিন পর্যন্ত আপনার পোশাকের পূর্নতা পেতে কি করবেন।
ষষ্ঠীর দিন থেকেই মূলত উৎসব শুরু হয়। সাদা কিংবা যেকোনো হালকা রঙের পোশাক বেছে নিন ষষ্ঠীর দিন সঙ্গে হালকা সাজ। ফাউন্ডেশন-ফেসপাউডার, হালকা লিপিস্টিক আর চোখে কাজল দিয়েই সাজ শেষ করুন।
সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত সকালে পূজার অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতি শাড়ি বেছে নিন। তবে বিকেল বা সন্ধ্যার দিকে একটু ভারী সাজতে পারেন।
পূজার সাজে দশমীর দিন সাজা চাই একেবারে মনের মতো করে। এদিন সিঁদুর খেলা হয়। তাই লাল বা গাঢ় রং-এর পোশাক বেছে নেওয়াই ভালো।
দশমীর দিন বেছে নিন তাঁত, জামদানি বা ঐতিহ্যবাহী গরদের শাড়িটি। এই দিন, দিনের বেলায় মুখে, গলায় ও ঘাড়ে ফাউন্ডেশন হালকা করে লাগিয়ে নিন। এর ওপরে আলতো করে পাউডার এবং সামান্য বেজ কম্প্যাক্ট বুলিয়ে নিন। চোখের পুরোটা পাতায় আইশ্যাডো লাগান। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন। দুই গালে ব্লাসন বুলিয়ে দিন। লিপস্টিকের বদলে লাগান লিপগ্লস। আগেই চুল সেট করে নিন। খোপা করে ফুল দিতে পারেন অথবা ব্লো ডাই করে খুলে রাখুন।
আগের খবর সুন্দর থাকুক দাঁত
পরবর্তী খবর চকলেট মাখান মুখে !