চকলেট মাখান মুখে !
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:২৬
লাইফ
ই-বার্তা ।। চকলেট কে সারাজীবন খাবার হিসেবেই আমরা চিনেছি। কিন্তু আপনি কি জানেন চকলেট ব্যবহার হয় রূপচর্চার কাজেও। চলুন দেখে আসি কিভাবে চকলেট দিয়ে করতে পারেন ত্বকের পরিচর্যা।
১। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চকলেট বয়সের ছাপকে থামিয়ে রাখতে সাহায্য করে।
২। রোদে পোড়া থেকে রক্ষা করে এবং সেই সঙ্গে ত্বক আরও টান টান করে।
৩। চকলেট ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ভাঁজ পড়া দূর হয় এবং দাগ ও লালচে ভাব দূর করে।
৪। ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে।
৫। ডার্ক চকলেট ত্বকের কোমলতা ধরে রাখে এবং একে মসৃণ করে।
আগের খবর পুজোর সাজ
পরবর্তী খবর সঠিক পোশাকে দেখাবে লম্বা