ব্যাটে বলে হলে বিজ্ঞাপনে কাজ করবো - রুবেল হোসেন


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:২৮ লাইফ

ই-বার্তা।। রুবেল হোসেন । বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফার্স্ট বোলার। ক্যারিয়ার গুছিয়ে ফেলেছেন প্রায়। বলের গতি দিয়ে থামিয়ে দেন প্রতিপক্ষকে। চেস্টা আর শ্রম দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার প্রত্যয়ে সচেষ্ট সবসময় তিনি। খেলার বাইরেও তিনি রুবেল হোসেন কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনে। অবসরে পুরো সময়টা দেন নিজেকে। ফ্যাশন নিয়েও ভাবেন তিনি । ই-বার্তাকে ফ্যাশন নিয়ে জানিয়েছেন নানা জানা অজানা তথ্য।

কেমন আছেন –
জি , আলহামদুল্লিলাহ ভালো।

এখন ব্যস্ততা কি নিয়ে-
সামনে সিরিজ তাই খেলা নিয়েই পুরো ভাবনা।

শপিং করেন কোথায় থেকে-
দেশের বাইরে থেকে খুব কম করি। দেশেই শপিং করি।

শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি করেন-
আসলে আমাদের তো রেগুলার জীম করতের হয় ,তাই আলাদা ভাবে কিছু করিনা।

কি ধরনের খাবার পছন্দ করেন-
ভাত,মাছ আর সবজি। ফার্স্ট ফুড ভালো লাগেনা।

সানগ্লাস পরেন-
না । সানগ্লাস কেন জানি ভাল লাগেনা।

কি টাইপের ঘড়ি ভালো লাগে-
চেইনের থেকে বেল্টই ভালো লাগে।

কোন ধরনের জুতা ভালো লাগে-
লোফারটা বেশি পরা হয়।

অবসরে কি করেন-
গান শুনি।

শখ কি আপনার-
মুভি দেখা


আর গান শুনা ( হাসি দিয়ে)

কোন রঙের উপর দুর্বল-
অবশ্যই কালো।

প্রিয় মানুষ কে-
অবশ্যই মা বাবা।

কি ধরনের পোশাকে কমফোর্ট ফিল করেন-
জিন্স টি-শার্ট।

কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করছেন-
সবই ব্যবহার করি তবে এখন গুচিটাই বেশি।

ঘুরতে পছন্দ করেন-
অনেক বেশি ঘুরাঘুরি পছন্দ করি।

ফ্যাশন নিয়ে কি ভাবনা আপনার বা ফ্যাশন নিয়ে যদি কিছু বলতে বলি-
নিজের সাথে মানানসই পোশাককেই আমি ফ্যাশন বলি।

বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে কিনা-
ব্যাটে বলে মিললে অবশ্যই করবো।

নতুন যারা ফ্যাশন জগতে এসেছেন তাদের কি বলবেন-
একটা কথাই বলবো তা হলো যা করবে তারা যেন রুচিশীল কাজটাই করে।

ভবিষ্যতে নিজেকে কোথাই দেখতে চান-
অবশ্যই দেশের ক্রিকেটের জন্য কিছু করতে চাই। যেন পরে সবাই আমাকে মনে রাখে। নিজের জন্য না দেশের হয়ে বেস্টটাই সবসময় দিতে চাই।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ