আজকের রেসিপি- ফালুদা
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:০২
লাইফ
যা গরম পড়েছে, তাতে ঠান্ডা কিছু না খেলে হয়? কিন্তু ঠান্ডা খেতে বাড়ির বাইরে দোকান-রেস্টুরেন্ট কেন, নিজেই বাসায় বানিয়ে ফেলুন ঠান্ডা ফালুদা।
যা যা লাগবে-
সাবু দানা ২৫০ গ্রাম, নুডুলস ১০০ গ্রাম, চিনি প্রয়োজন মত, দুধ ১ লিটার, সাদা এলাচ ৪ টি, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, বিভিন্ন ফল যেমন আঙ্গুর, বেদানা, আপেল, কলা, খেজুর, চেরি কিউব করে কাটা প্রতিটি এক কাপ করে, আইস ক্রিম দুই কাপ, রূহ আফজা ১ টেবিল চামচ, কেক টুকরা করে কাটা এক কাপ।
প্রনালি-
প্রথমে একটি পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে দিয়ে কমিয়ে ৩ পোয়া করে নিন যাতে করে দুধ ঘন হয়। এর পর আলাদা একটি পাত্রে নুডুলস ও সাবুদানা আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর কমিয়ে নেওয়া ঘন দুধে সাদা এলাচ, চিনি, সাবুদানা ও নুডুলস দিয়ে অবিরত নাড়তে থাকুন। এরপর মিশ্রণ টি একটু ঘন হয়ে এলে চুলো থেকে নামিয়ে নিন। এবার এটি ঠাণ্ডা হওয়া পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রাতেই রাখুন এবং এরপর ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।
এখন ফালুদা সাজিয়ে পরিবেশন করার জন্য প্রথমে একটি বাটি নিন। এতে প্রথমে সাদুদানা ও নুডুলস এর মিশ্রণ টি এক চামচ দিন, তার উপরে কিছু ফল ও কেক, তার উপরে আইসক্রিম এবং তার উপরে রূহ আফজা দিন। এভাবে তিনটি স্তর সাজান। তৈরি হয়ে গেল গরমে স্বস্তি আনা ডেসার্ট ফালুদা।
আগের খবর মজাদার লেমন চিকেন উইথ ক্যাশিউনাট
পরবর্তী খবর বাড়িতেই হোক রাজভোগ !