যত্নে থাকুক শখের কাপড় !
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৭, বুধবার
| বিকাল ০৩:১৮
লাইফ
ই-বার্তা ।। বয়েসের ক্ষেত্রে রঙ নির্ধারন করে কাপড় পড়াটা এখন আর এমন জরুরি না। সবাই সব রকমের কাপড় ই পড়ছেন আজকাল। বিভিন্ন রঙের কাপড় যেন মনকে আরো রঙিন করে তোলে। এর মধ্যে আবার কিছু জামা এমন থাকে যা খুবই শখের। রঙিন কাপড়ের নিতে হয় বিশেষ যত্ন। ধোয়া থেকে শুরু করে আলমারিতে তোলা পর্যন্ত করণীয় কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক চট করে।
১। রঙিন কাপড় আলাদাভাবে ধোয়া উচিত। নইলে একটি কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে।
২। রঙিন কাপড় ছায়ায় শুকানো উচিত। রোদে রাখতে চাইলে এর ওপর অন্য একটি পাতলা কাপড় দিতে হবে। সরাসরি রোদে যদি রাখতেই হয়, সেটিও খুবই অল্প সময়ের জন্য। কাপড় শুকিয়ে গেলেই রোদ থেকে সরিয়ে ফেলুন।
৩। কালো কাপড়ের চকচকে ভাবটা অনেক সময় নষ্ট হয়ে যেতে দেখা যায়। বিশেষ করে মাড় দেওয়ার পর খানিকটা সাদাটে ভাব চলে আসতে পারে। এমন সমস্যা এড়াতে কালো কাপড়ে মাড় দেওয়ার সময় সামান্য নীল মিশিয়ে দিন।
৪।ব্লকপ্রিন্টের কাপড় ইস্তিরি করার সময় উল্টিয়ে ইস্তিরি করবেন। এতে রং নষ্ট হবে না।
৫। অসাবধানতাবশত একটি কাপড়ের রং খুব শখের অন্য একটি কাপড়ে যদি লেগেই যায়, তাহলে ড্রাইওয়াশ করতে দিন।
আগের খবর বিদায় জানান ধুমপানকে
পরবর্তী খবর মাছ-চালতার যুগলবন্দী