অবসাদ দূর করার ইন্টারেস্টিং উপায় এই আঁকাআকি ঃ ফাহিম মুন্তাসির
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:১০
প্রতিক্রিয়া
ই-বার্তা ।। ফাহিম মুন্তাসির শখের ফটোগ্রাফার তবে সে শুধু ছবি তোলার মধ্যই সীমাবদ্ধ নয় ছবি আঁকতেও সমানভাবে পারদর্ষী তিনি।
তার শখের ছবি তোলা ও আঁকা নিয়ে ই-বার্তার এবারের আয়োজন। ফাহিম ই-বার্তাকে জানিয়েছেন তার শখের কথা তার ভবিষ্যতের ইচ্ছার কথা।
আঁকাআকির শুরুর কথা জানতে চাইলে ফাহিম বলেন, আঁকাআকি বিষয়ক কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই। ছোটবেলা থেকেই রঙ পেন্সিল নিয়ে আঁকিবুকি করতাম আর সেই শখ থেকেই শিল্পজগতে প্রবেশ।
বন্ধু আর সহপাঠীদের থেকে অনুপ্রাণিত হয়েই মূলত বৃহৎ পরিসরে আঁকাআকি শুরু হয় ফাহিমের। আঁকাআকির পেছনে কোন নির্দিষ্ট কারণ নেই। মূলত শখ করেই ছবি আঁকাআকি করেন ফাহিম মুন্তাসির।
কি ছবি আঁকতে ভালো লাগে ?
ফাহিমঃ পছন্দের পার্সোনালিটিদের ছবি আঁকতে বেশি ভালোলাগে এর পাশাশি মাঝে মাঝে মানুষের রিকোয়েস্টেও তাদের ছবি এঁকে দিই।
ছবি তোলার ব্যাপারে ফাহিম বলেন,
ছবি তোলার ব্যাপারে বলতে গেলে আমার ট্রাভেলিং খুব ভাললাগে আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেখান থেকে প্রকৃতির সৌন্দর্য গুলোকে ক্যামেরা বন্দি করার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই ছবি তোলা শুরু।
কোনো বাধা বা সমস্যার মুখে পরেছেন কিনা জানতে চাইলে ফাহিম বলেন, এসব ব্যাপারে বাধা বলতে গেলে আঁকাআকি করতে গিয়ে একটু বাধার সম্মুখীন হতে হয়েছে। আঁকাআকির পেছনে বেশি সময় ব্যায় করতে গিয়ে মাঝখানে পড়াশুনার দিক থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। তখন পারিবারিক চাপের মুখে পড়ে কিছুকাল আঁকাআকি থেকে বিরত ছিলাম।
তবে এখনো পড়াশুনার পাশাপাশি অবসর সময় পেলেই আঁকাআকি করতে বসে যাই।
কেমন লাগে আঁকাআকি ? এমন প্রশ্নে ফাহিম বললেন, নিত্যকার কাজকর্মের অবসাদ দূর করার খুব ইন্টারেস্টিং উপায় এই আঁকাআকি।
ভবিষ্যতে ফাহিমের ইচ্ছা প্রকৌশলী হওয়া। তবে তার পাশাপাশি শখের বিষয়গুলোও এগিয়ে নিতে চান সমানভাবে।
আগের খবর কোনটা ধর্ষণ...
পরবর্তী খবর আয়নাবাজি মূল্যবান, সেরা নয়- অমিতাভ রেজা