সেতু থেকে ২৪৫ জনের একসাথে লাফ (ভিডিও সহ)
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ১২:৩২
আন্তর্জাতিক
ই-বার্তা ।। একটি সেতু থেকে একই সঙ্গে ২৪৫ জন লাফিয়ে পড়েন। এমন বিরল ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।
আর সেই সেতুর ওপর রোববার সারি বেঁধে দাঁড়িয়ে পড়েন ২৪৫ জন। অপেক্ষা শুধু একটি সাইরেনের। সেই সংকেত পাওয়ার সাথে সাথে সবাই একসঙ্গে সেতু থেকে লাফ দিলেন নিচে কিন্তু কেউই পানিতে পরলেন না।
অবিশ্বাস্য হলেও সত্যি। ব্রাজিলের সাও পাওলো থেকে এক ঘণ্টার দূরত্বে হোরতোলানদিয়াতে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এই বিরল অনুষ্ঠান। ৩০ মিটার উঁচু ওই সেতু থেকে একসঙ্গে ২৪৫ জন নারী-পুরুষ লাফ দেন।
কিন্তু যাঁরা লাফ দিয়েছিলেন, তাঁদের সবার শরীরের সঙ্গে রশি বাঁধা ছিল। এরই মধ্যে সেই লাফ দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যায়, তাঁরা সবাই যখন একসঙ্গে লাফ দিয়ে রশি ধরে সামনে-পেছনে পেন্ডুলামের মতো ঝুলছিলেন, তখন মনে হচ্ছিল এক ঝাঁক পাখি উড়ছে।
আয়োজকেরা জানান, বিশ্বরেকর্ড তৈরির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়। লাফ দেওয়া ওই দলটি অনানুষ্ঠানিকভাবে এর আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ভেঙে ফেলেছে। ২০১৬ সালের এপ্রিল মাসে এই একই স্থানে ১৪৯ জন একসঙ্গে লাফ দিয়ে রেকর্ড করেছিলেন। এবার ২৪৫ জনের নতুন রেকর্ডের স্বীকৃতি পাওয়ার অপেক্ষা।
আগের খবর পুরুষের বেশে জীবন কাটানো ৫ নারী
পরবর্তী খবর চিত্রশিল্পী ডোনাল্ড ট্রাম্প