চিত্রশিল্পী ডোনাল্ড ট্রাম্প
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার
| দুপুর ০২:০৬
আন্তর্জাতিক
ই-বার্তা ।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁকা একটি ছবি ১৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। ট্রাম্পের এ ছবিটি মূলত নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট ভবনের স্কেচ।
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে নিলাম প্রতিষ্ঠান জুলিয়েস ট্রাম্পের আঁকা স্কেচটি নিলামে তোলে। নিউইয়র্কের আরেক ধনাঢ্য রিয়েল স্টেট ব্যবসায়ী এলি হির্সচফেল্ড এটি কিনেছেন।
ট্রাম্প ১০২ তলাবিশিষ্ট এই ভবনের স্কেচটি এঁকেছিলেন ১৯৯৫ সালে যখন তিনি শেয়ারে ওই ভবনের মালিক হন।
এ ঘটনা কি ট্রাম্পকে ভবিষ্যতে চিত্রকর হওয়ার উৎসাহ জোগাবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অবসর নেয়ার পর অনেক ছবি এঁকে চিত্রশিল্পীর খ্যাতি কুড়িয়েছেন। ট্রাম্প তাকে অনুসরণ করতে চলেছেন কিনা, তা-ই দেখার বিষয়।
পরবর্তী খবর অনুভূতির আরেক নাম কোকাকোলা