অচল নৌকায় ৫ মাস
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার
| দুপুর ০২:১৬
আন্তর্জাতিক
ই-বার্তা ।। একটি ভাঙা নৌকায় সাগরে ভাসতে ভাসতে জীবনের পাঁচটি মাস কাঁটিয়ে দিলেন দুই মার্কিন নারী নাবিক। সঙ্গে ছিল তাদের দুই পোষা কুকুর। সমুদ্রযাত্রার সময় নৌকা বিকল হয়ে গেলে এ অবস্থায় পড়েন তারা। পরে নৌবাহিনীর সদস্যরা পাঁচমাস পরে তাদের উদ্ধার করেন।
দুই নারী নাবিকরা হলেন জেনিফার অ্যাপেল ও তাসহা ফুইয়াবা। পাঁচ মাস আগে একটি ছোট নৌকায় দুই পোষা কুকুর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য থেকে সমুদ্রযাত্রায় বের হন তারা। তাদের লক্ষ্য ছিল ফরাসি পলিনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ তাহিতি যাওয়া।
যাত্রা শুরুর কিছু পরেই প্রশান্ত মহাসাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপর থেকে তারা সাগরে ভাসতে থাকেন। উন্মুক্ত মহাসাগরে ভাসতে-ভাসতে তাদের নৌকা প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার অতিক্রম করে জাপানের দক্ষিণাঞ্চল সমুদ্রসীমায় চলে যায়।
অবশেষে শুক্রবার একটি মাছ ধরার নৌকার সতর্ক সঙ্কেত পাওয়ার পর মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করে।
দীর্ঘদিন সমুদ্রে দুই নারী নাবিক ও কুকুরগুলো বেঁচে থাকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌকায় থাকা একটি পানি বিশুদ্ধকরণ মেশিন ও শুকনা খাবার।
সূত্রঃ এনডিটিভি।
পরবর্তী খবর কৃষিজমি বেচে সিঙ্গাপুরে বেড়াতে যাচ্ছেন চাষিরা