মাছে ভাতে বাঙ্গালী- পুরো নভেম্বর জুড়ে
ই-বার্তা
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:৩০
লাইফ
আজকের রেসিপি- লেবু পাবদা
যা যা লাগবে-
পাবদা মাছ ৮টি, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা), পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ও তেল প্রয়োজনমতো।
প্রণালি-
পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে একটু মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখামাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার লেবু-পাবদা মাছ।
আগের খবর চাঁপাইনবাবগঞ্জ এর কালাইরুটি
পরবর্তী খবর চুলের শুষ্কতা কমাতে কন্ডিশনার