বিয়ের ডালায় কি কি থাকবে
ই-বার্তা
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৫:০৬
লাইফ
ই-বার্তা।। এসে গেছে শীত, আর লেগে গেছে বিয়ের ধুম। বাংলাদেশে এই শীতকালকেই বেশিরভাগ মানুষ বিয়ের জন্য বেছে নেয়। কারণ গরমের সময় ঘেমে নেয়ে বিয়ের কাজ কাজকর্ম করে কারোরই শরীরে এনার্জি থাকেনা। আর থাকেনা চেহারায় জেল্লা। মেয়েদের সাজগোছ নষ্ট করে দেয়ার অন্যতম শত্রু হোলো গরম। তাইতো শীতকালেই সবাই আরাম করে বিয়ে বাড়ির সাজ আর বাকি সব কাজ করতে পারে।
এবারে আসল কথায় আসি। বিয়েতে সবার আগ্রহ থাকে বরের বাড়ি থেকে কনেকে কি কি উপহার দেয়া হোলো আর কনের বাড়ি থেকে বরকে কি কি উপহার দেয়া হোলো তার উপর। এর মধ্যে যদি এক-আধটা জিনিস ভূলে না আসে তাহলে গোটা বিয়ে বাড়ি সেই নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠে। আর পছন্দ অপছন্দের ব্যপার তো আরো পরে। তাই এই শীতে যারা বিয়ের প্রহর গুনছেন আর শপিং শুরু করে দিয়েছেন। নিচের এই লিস্ট টি পকেটে করে নিয়ে যান। এতে আপনারই উপকার হবে।
বিয়ের সাজ ও প্রস্তুতি নিয়ে ই-বার্তার ধারাবাহিক লেখার দ্বিতীয় দিনে এবারে দেখে নিন বরের স্যুটকেসে কি কি দিবেন তার তালিকা।
বরের জন্য-
১। শেরওয়ানি
২। পাগড়ি
৩। নাগড়া
৪। পাঞ্জাবি
৫। স্যান্ডেল
৬। ফরমাল জুতা
৭। ট্রলি ব্যাগ
৮। সিলভার কালার রাখি
৯। জরির মালা
১০। লুঙ্গি
১১। রুমাল
১২। গামছা
১৩। ব্লেজার
১৪। টাই
১৫। বেল্ট
১৬। পারফিউম
১৭। বডি স্প্রে
১৮। মোজা
১৯। গেঞ্জি
২০। ট্রাউজার
২১। শেভিং সেট
২২। প্যান্ট
২৩। শার্ট
২৪। জায়নামাজ
২৫। তাসবিহ
২৬। কোরআন শরিফ
২৭। ইনার, আন্ডারওয়ার
২৮। টি-শার্ট
২৯। শ্যাম্পু
৩০। সাবান
৩১। সোপ-কেস
৩২। ফেসওয়াশ
৩৩। ঘড়ি
৩৪। বরের পরিবারের সবার জন্য পোশাক
৩৫। চকলেট
আগের খবর মাছে ভাতে বাঙালী, পুরো নভেম্বর জুড়ে
পরবর্তী খবর আজকের রেসিপি- আস্ত রসুনে কই মাছের দোপেঁয়াজা