আগের থেকে দিগুণ আক্ষর লেখা যাবে টুইটের


ই-বার্তা প্রকাশিত: ৮ই নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০১:২৪ ইন্টারনেট

ই-বার্তা ।। এখন থেকে টুইটে ব্যবহৃত অক্ষরের সীমা দ্বিগুণ করবে বলে গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে টুইটার। নতুন ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে সর্বোচ্চ ২৮০ আক্ষর ব্যবহার করে টুইট করা যাবে।

সামাজিক এই যোগাযোগমাধ্যমকে আরও বেশি জনপ্রিয় করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সাথে সাথে আরও কিছু সংস্করণ আসবে সামনে।

ব্যবহারকারীদের দ্বিগুণ আক্ষর ব্যবহার করার সুযোগ দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে এক নতুন যুগের সূচনা করল এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। এত দিন পর্যন্ত এখানে ১৪০ আক্ষরই শুধু লেখা যেত।

টুইটারে এক ঘোষণায় বলা হয়, “আমরা হরফ ব্যবহারের সীমা দ্বিগুণ করছি। আপনাদের ভাব প্রকাশকে আমরা আরও গতিশীল ও সহজ করতে চাই”।

উল্লেখ্য, টুইটার চালু হওয়ার ১১ বছর পর এই প্রথম বারের মত আক্ষর ব্যবহারের সীমা বাড়ানো হলো।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ