আজকের রেসিপি- কই পালংয়ের ঝোল
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০২:৫৭
লাইফ
যা যা লাগবে-
কই মাছ ৬টি, পালংশাক ২৫০ গ্রাম, তেল ছোট কাপের ১ কাপ, টমেটো কুচি ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাটা পেঁয়াজ ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা চামচ করে, পানি, লবণ ও কাঁচামরিচ পরিমাণমতো।
প্রণালি-
লবণ ও হলুদ দিয়ে মাছ একটু হালকা আঁচে আধা ভাজা করে নিয়ে আলাদা করে তুলে রাখিন। এবার ওই তেলেই রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো, বাটা মসলা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে রান্না করুন। মসলা কষানো হলে এতে শাক দিন। একটু পরে ভাজা মাছ ও আরও একটু লবণ দিয়ে ৫ মিনিট রেখে পরিমাণমতো পানি দিন। রান্না হয়ে এলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।
আগের খবর বিয়ের আগে নিয়ে নিন মানসিক প্রস্তুতি
পরবর্তী খবর চল যাই চল যাই কন্যা দেখিবারে