অভিমানি মেঘ
ই-বার্তা
প্রকাশিত: ২২শে মার্চ ২০১৭, বুধবার
| রাত ০৯:২৭
কবিতা
শারমিন আক্তার
তুমি আর একবার ফিরে এসো
আমার শিউলী ঝরা ভোরের বাগানে,
যেখানে আমার কিছু নিদ্রাহীন রাত আছে,
অভিমানে ভেজা প্রেম আছে;
তুমি ছুঁয়ে দিলে
অভিমানি মেঘ বৃষ্টি হবে,
ঝুম বৃষ্টির জলে ভিজে
অভিমানি প্রেম…
নতুন প্রেমের ছোঁয়া পাবে ।
তোমার না থাকা জুড়ে সময়টুকুতে
যতটুকু ছিলে আমার মাঝে,
এবার এসে, তার চেয়ে আরো বেশীটুকু জুড়ে থেকো আমার মাঝে ।
এভাবে বলো ‘বৃষ্টিহীন’ আর কতোদিন ?
এবার তোমারও হৃদয়পুরের হৃদয়জুড়ে
‘ভালবাসি’ শব্দপুরে আর এক পশলা বৃষ্টি নামুক ।
পরবর্তী খবর শুনেছি আজকাল সুখেই আছ