শুনেছি আজকাল সুখেই আছ
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৯:০৬
কবিতা
আহমেদ ইলিয়াস
তুমি কি কোন অভুক্তের একবেলার বাসি ভাত?
নাকি, কোন সম্ভ্রান্ত নগরীর অভিজাত?
তুমি কি আজও আকাশ দেখ?
নাকি, মাঝ রাত্তিরে বন্ধ ঘরে বাল্বের মাঝেই চাঁদ খোঁজ?
তোমার স্বপ্নরাও কি আজ বেহিসেবী মাঝ রাত্তিরে?
নাকি তারাও মিছে বলে, আসবে বলে কোন ঘুমহীন প্রাতে?
পড়ন্ত বিকেলে এখনো হাঁট কোন স্রোতস্বীনির পাড়ে?
নাকি, স্রোত খোঁজ রাজপথ দখল করা যানবাহনের ভিড়ে?
তুমি কি আজও একান্তই তোমার?
নাকি এমন দৃশ্যমান?
যেমনটা কোন বুটিকে শপে গলাকাটা জামার ৷
আগের খবর অভিমানি মেঘ
পরবর্তী খবর নিগুঢ় উদ্যানে