এক চুমুক চায়ের সমান
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৮:৩৯
কবিতা
ওয়াহিদুজ্জামান রাসেল
হঠাৎ চা খাওয়া সন্ধ্যায়,
মৃত্যু আক্রান্ত হতে পারে গোটা শহর
কোন পূর্বাভাস ছাড়াই।
বৃষ্টির মতো বুলেট নিক্ষেপ করে,
ক্ষুধার্ত কুকুর সেজে চিৎকারে মেতে উঠতে পারে প্রকৃতি।
একটু চোখ মেললেই দেখতে পাবে-
রাষ্ট্র হেঁটে যাচ্ছে নরকের বারান্দা ধরে।
দুপুরের তপ্ত ঘাড়ে সূর্যের নিঃশ্বাস নিতে নিতে,
মুহূর্তে ঢাকা হয়ে যেতে পারে ইরাক কিংবা সিরিয়া।
বিকালের গোধূলীতে, পার্কে ঠোঁটে চুমু খেতে খেতে,
বোমার আঘাতে ছিন্ন হতে পারে প্রেমিকের শরীর।
এক হাতে সূর্যাস্ত এখন, অপর হাতে সূর্যোদয়।
স্বপ্নের ফেরিওয়ালা পাখিগুলি,
চাপাতি খেয়ে নিহত হওয়া সত্ত্বেও
প্রাচীন শিকল পায়ে চেপে যে দেখছে; নির্বাক চলচ্চিত্র।
তার জন্য করুণা হয়।
হয়তো একদিন সে চোখ মেললেই দেখবে,
তার আর বুলেটের মধ্যে দূরত্ব-
এক চুমুক চায়ের সমান!
আগের খবর " আমি হবো জয়ী "
- ফারহানা মোবিন
পরবর্তী খবর কবি মধুসূদন