" আমি হবো জয়ী " - ফারহানা মোবিন


ই-বার্তা প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৫:১৭ কবিতা

মন তুমি কভু যেওনা হেরে ,
মনোবল, তুমি যেওনা ছেড়ে ।
অনেক কাজ, নেইতো অবসর,
কাজ করতে চাই হাজার বছর ।

হতাশা আমায় দিও না কষ্ট,
মন যেন কভু হয় না নষ্ট ।
মন তুমি হও জয়ী বার বার,
কাজ তুমি শক্তি, তুমিই হও আমার ।

সর্বশেষ সংবাদ

কবিতা এর আরও সংবাদ