চড়া দামে বিক্রি হচ্ছে নতুন চাল
ই-বার্তা
প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার
| সন্ধ্যা ০৬:২৪
পণ্যবাজার
ই-বার্তা প্রতিবেদক।। বাজারে নতুন চাল আসতে শুরু করেছে। আশা করা হয়েছিল, নতুন মৌসুমের ধান উঠলে বাজারে চালের দাম কমবে। কিন্তু পুরোনো চালের মতো এই নতুন চালের দামও চড়া।
বাজারে প্রতি কেজি নতুন সরু চাল বিক্রি হচ্ছে৫২ টাকা দরে।মোটা চাল কেজিপ্রতি ৪৩ টাকার বিক্রি করছেন বিক্রেতারা। মৌসুমের শুরুতে দাম তো কমেইনি, বরং ভবিষ্যতেও কমার কোনো আশা দিতে পারছেন না ব্যবসায়ীরা।
এ কারণে কয়েক মাস ধরে চাল কিনতে গিয়ে সাধারণ মানুষ যে অস্বস্তিতে ভুগছে, তা দূর হওয়ার সম্ভাবনা কম। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগের তুলনায় মোটা চালের দাম এখন ৩৬ শতাংশ বেশি। তবে চালের দাম না কমায় ভোক্তারা বিপাকে পড়লেও মৌসুমের শুরুতেই ধানের ভালো দাম পাচ্ছেন কৃষকেরা।
ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেশি, তাই চালের দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা কম।