ছেড়া নোটের সমাধান
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:২৬
পণ্যবাজার
ই-বার্তা।। কাগজের নোট ব্যবহার করতে গেলে প্রায়শই ছিরা ফাটা নোটের সম্মুখীন হই। এই ছিরা নোট গুলো নিয়ে আমাদের ভীষণ বিপাকে পরতে হয়। কথায় দিবো, কিভাবে চালাবো, কে নিবে এই নোট।
এ সব নিয়ে ভাবনা ভাবা ঠিক নয়। কারণ, একটা বিষয় হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। বাংলাদেশের প্রতি জেলার যে কোন স্থানেই কোন না কোন ব্যাংক রয়েছে, আপনি আপনার ছিঁড়া নোট গুলো যে কোন ব্যাংক থেকেই পরিবর্তন করে নিতে পারবেন।
এ দায়িত্ব পালনের জন্য রয়েছে প্রতি ব্যাংক এর উপর ই বাংলাদেশ ব্যাংক এর কঠোর শর্তাবলী। সুতরাং, যে কোন শাখাতেই আপনাকে এই সুবিধা দিতে বাধ্য। আপনার নোট যদি অর্ধেকের কম ছিঁড়া থাকে তাহলে সাধারণত পুরো মূল্য ই ফেরত পাবেন। এর চাইতে অধিক খারাপ অবস্থা হলে ৭৫% কিংবা ৫০% পর্যন্ত রিফান্ড পেতে পারেন।