লাইসেন্স ও প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক চাল ব্যবসায়ীদেরঃ খাদ্যমন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৩:২৮
পণ্যবাজার
ই-বার্তা ।। খাদ্যমন্ত্রী আডভোকেট কামরুল ইসলাম বলেন, চাল আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, মজুতদার এবং আড়তদারদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। সোমবার সচিবালয়ে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
যারা লাইসেন্স করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত ব্যবসায়ীদের নোটিশ দিয়ে লাইসেন্স নেয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং ৩০ তারিখের মধ্যে সকলকে লাইসেন্স নিতে হবে। খাদ্য অধিদপ্তরকে পাক্ষিক প্রতিবেদনও দিতে হবে চাল ব্যবসায়ীদের।
খাদ্যমন্ত্রী বলেন, যারা লাইসেন্স নিবে না তাদের জেলা প্রশাসক কিংবা মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইনের আওতায় আনা হবে।
আগের খবর চড়া দামে বিক্রি হচ্ছে নতুন চাল
পরবর্তী খবর ছেড়া নোটের সমাধান