নিগুঢ় উদ্যানে
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ১০:৪৭
কবিতা
গোলাম সারোয়ার
নিগুঢ় উদ্যানে যে কথা দিয়েছিলে আমারে
সে কথার ভারে
নূয়ে পড়েছিলো ক্ষণেক ইডেনের উদ্ধত আকাশ।
অখিল ভূবনের তল্লাটে তল্লাটে সকরুন অবকাশ
একটি সমস্ত দিন কাটিয়েছি তুমি আর আমি
পৃথিবীর প্রথম মানব মানবীর মতো স্পটিক জলের নিন্মভূমে নামি ।
শাল সেগুন তমালেরা উর্ধ্বমুখী হয়ে
ঈশ্বরের পানে চেয়ে নির্ভয়ে
নিবেদন করেছিলো--
প্রার্থনা করেছিলো--
যাচনা করেছিলো--
আমাদের চির অকাঙ্ক্ষিত সংসারের তরে
চেয়েছিলো ফুল পাখী জল বল
আমাদের চেতনার সমস্ত যোগফল
প্রণয়ের সংসার হোক সমস্ত পৃথিবীর ঘরহীন ঘরে !
আগের খবর শুনেছি আজকাল সুখেই আছ
পরবর্তী খবর ঠাই নাই