সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মেদ বিন সালমান
ই-বার্তা
প্রকাশিত: ২১শে জুন ২০১৭, বুধবার
| দুপুর ০২:৫০
আরব বিশ্ব
ই-বার্তা ।। মুহাম্মাদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্মেদ বিন সালমান আল সৌদকে যুবরাজ নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে অব্যাহতি দেয়া হয়েছে। ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার স্থলাভিষিক্ত হয়েছেন। এক রাজকীয় ডিক্রিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রীর সন্তান ৩১ বছর বয়সী সালমান। এ যাবৎ দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন ডিক্রিতে তাঁকে দেশটির উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়েছে।
বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা -এসপিএতে এ তথ্য জানানো হয়। খবর এনবিসি।
নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩১) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
নতুন প্রিন্স দেশটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কাজ করবেন বলে জানিয়েছে এসপিএ। এছাড়া দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেনাবাহিনীর দায়িত্বেও থাকবেন তিনি।
গত মার্চে বিন সালমান ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। হোয়াইট হাউজের সেই বৈঠকে ইরানকে আঞ্চলিক শান্তির বিপরীতে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।
আগের খবর রুহানিই হলেন ইরানের প্রেসিডেন্ট
পরবর্তী খবর পবিত্র কাবা শরীফে পড়ানো হলো স্বর্ণ খচিত গিলাফ