সৌদি রাজপুত্রসহ বহু মন্ত্রী আটক
ই-বার্তা
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:০৩
আরব বিশ্ব
ই-বার্তা ।। সৌদি আরবের ১১ জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে নব গঠিত একটি দুর্নীতি দমন কমিটি। সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও আনা হয়েছে পরিবর্তন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। সদ্য গঠিত এই কমিটিই ১১জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে আটক করেছে।
আটক রাজপুত্র ও মন্ত্রীদের নাম বা তাদেরকে আটক করার কারণ সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করা হয়নি।
২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
যুবরাজকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করতে পারবেন। এছাড়া যে কারো ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাও দেওয়া হয়েছে তাকে।
পরবর্তী খবর সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী আমাউদি গ্রেপ্তার