সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২৯
ই-বার্তা
প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৫৯
আরব বিশ্ব
ই-বার্তা ।। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে অন্তত ২৯ বেসমারিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন।
ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদার প্রদেশের বাজার সংলগ্ন হোটেলে বুধবার হতাহতের ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তা আবদেল্লাহ আল-ইজি জানান, সৌদি আরবের সীমান্তবর্তী সাহার জেলায় এই হামলা চালানো হয়। এতে একটি হোটেল বিধ্বস্ত হয়েছে এবং স্থানীয় একটি বাজারের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাকর্মীরা নিহতদের লাশ এক জায়গা জড়ো করেছেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। প্রায় আড়াই বছর ধরে চলমান সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। সৌদি জোটকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। হাউথিদের অভিযোগ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে ইয়েমেনে ছায়াযুদ্ধ চালাচ্ছে সৌদি আরব।
আগের খবর জমজম কূপ সাত মাস বন্ধ
পরবর্তী খবর সৌদি রাজপুত্রসহ বহু মন্ত্রী আটক