সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী আমাউদি গ্রেপ্তার


ই-বার্তা প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:১৭ আরব বিশ্ব

ই-বার্তা ।। সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী মোহাম্মদ হুসেইন আল আমাউদি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনের অভিযানে এবার গ্রেপ্তার হলেন।

এর আগে সৌদি প্রশাসন দেশটির শীর্ষ ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালকে গ্রেপ্তার করে। যদিও ওই গ্রেফতারির ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দুর্নীতির অভিযোগে শুধু তালালকে নয় সে সময় তার মেয়েকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়।

রেশ কাটতে না কাটতেই এবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ধনী আল আমাউদিকে গ্রেপ্তার করা হয়। বিন তালালের গ্রেফতারের পর ধস নামে সৌদি স্টক এক্সচেঞ্জে।

সর্বশেষ সংবাদ

আরব বিশ্ব এর আরও সংবাদ