জমজম কূপ সাত মাস বন্ধ
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৫৭
আরব বিশ্ব
ই-বার্তা ।। জমজম কূপের পানি বিশ্বে সব মুসলিমদের জন্যই একটি পবিত্র পানি। রোগ-মুক্তি থেকে শুরু করে সব ধরনের রোগের জন্য জমজমের পানি মানুষ ব্যবহার করে থাকে। সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামের ভেতরে জমজম কূপটি রয়েছে। তবে এই জমজম কূপ সংস্কারের প্রায় সাত মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নতুন করে সংস্কারের ফলে,কূপের কাছে পৌঁছনোর সুযোগ বাড়বে। তাছাড়া এর আশেপাশের এলাকাকেও জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।
জমজমকে বিশ্বের প্রাচীনতম কূপ হিসেবে ধারণা করা হয়। কারণ গত পাঁচ হাজার বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে।
মক্কা ও মদিনার মসজিদ পরিচালনার চেয়ারম্যান শেখ আবদুল রহমান আল সুদায়েস জানান, জমজম কূপ মেরামতের জন্য প্রায় সাত মাসের মতো সময় লাগবে। তবে আগামী বছর রমজানের আগেই এই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে তার আশা।
পরবর্তী খবর সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২৯