৫ দশমিক ৩ বিলিয়ন আয় করেছে হুয়াওয়ে


ই-র্বাতা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | বিকাল ০৫:৩৭ পণ্যবাজার

ই-বার্তা প্রতিবেদক।। চীনের স্মার্টফোন নির্মাতা ও বহুজাতিক টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০১৬ সালে ৫ দশমিক ৩ বিলিয়ন মুনাফা করেছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে হুয়াওয়ের মোট আয় হয়েছে ৭৫ দশমিক ১ বিলিয়ন বা ৭ হাজার ৫১০ কোটি মার্কিন ডলার, যা ২০১৫ সাল থেকে ৩২ শতাংশ বেশি।
বহুজাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজি এই আর্থিক প্রতিবেদন তৈরি করেছে।
হুয়াওয়ের বৈশ্বিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক সু বলেন, ‘২০১৬ সালে কৌশলগত লক্ষ্য অনুযায়ী হুয়াওয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করেছে। গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসার সব খাতকে ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এতে গ্রাহকদের কাছে গ্রুপের গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে প্রবৃদ্ধির হার আরও বাড়বে।’
২০১৬ সালে বিশ্বব্যাপী মোট ১৩ কোটি ৯০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে, যার আর্থিক মূল্য ২ হাজার ৫৯০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৪ শতাংশ।

সর্বশেষ সংবাদ

পণ্যবাজার এর আরও সংবাদ