সঠিক পোশাকে দেখাবে লম্বা


ই-বার্তা প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | দুপুর ০২:৩৬ লাইফ

ই-বার্তা ।। ছেলেদের কম উচ্চতা নিয়ে অনেকেই বেশ বিব্রত অবস্থায় পরেন। কনফিডেন্সের অভাবে ভোগেন। তবে পোশাকের ক্ষেত্রে সাধারণ কিছু নিয়ম মেনে চললেই যে কেউ কাটিয়ে উঠতে পারে উচ্চতা সমস্যা। চলুন দেখে আসি নিয়মগুলো।

১। লম্বা স্ট্রাইপের নকশার পোশাকে পুরুষদের লম্বা দেখায়। খাটোদের আড়াআড়ি স্ট্রাইপ দেয়া পোশাকে আরও খাটো দেখায়। তাই এক্ষেত্রে লম্বা স্ট্রাইপের পোশাক বেশি গুরুত্বপূর্ণ।

২। শরীরের ওপরের অংশে এমন পোশাক পরা উচিত যাতে সবার নজর ওপরের দিকে হয়। যেমন রুচিসম্মত শার্ট. টিশার্ট বা বা পাঞ্জাবি। এর ফলে অন্যদের নজর শরীরের ওপরের অংশে থাকবে, তাই উচ্চতাও সহজে ধরা দেবে না চোখে।

৩। যে প্যান্টটি পরেছেন তা সঠিক মাপের হতে হবে। অর্থাৎ নিজের মাপের তুলনায় বেশি বড় প্যান্ট পরা উচিত নয়। খেয়াল রাখতে হবে, পায়ের গোড়ালির নিচে যেন প্যান্ট না যায়। গোড়ালির নিচে প্যান্ট কুচকে থাকলে উচ্চতা কম লাগে।

৪। যারা একটু মোটা বা যাদের পেট কিছুটা মোটা তাদের জন্য গাঢ় রংয়ের পোশাক বেশি উপযুক্ত। গাঢ় রংয়ের পোশাকে শরীর বা পেটের মেদ কম বোঝা যায়।

৫। শরীরের ওপর-নিচে অংশে একই রঙের পোশাক ভালো দেখায়।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ