কত কিছুই অজানা
ই-বার্তা
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৬:১০
আন্তর্জাতিক
ই-বার্তা।। দেখুন তো মিলিয়ে, এর মধ্যে কয়টি আপনি আগে থেকেই জানতেন?
১। আমাদের জন্মের সময় আমাদের চোখের যে সাইজ থাকে, সারাজীবনে তা আর বাড়েনা। অন্যদিকে কান, নাক সহ সব কিছুই আয়তনে বাড়ে।
২। শনি আর বৃহষ্পতি গ্রহে বিজ্ঞানীদের মতে জল বৃষ্টির পরিবর্তে হীরা বৃষ্টি হয়। আর একেকটি হীরার সাইজ গড়ে এক সেন্টিমিটার করে।
৩। ডায়নামাইট তৈরির একটি মূল উপাদান হচ্ছে চিনেবাদাম।
৪। পিঁপড়ারা কখনও ঘুমায় না ।
৫। ভরা পূর্ণিমায় চাঁদ যখন মাথার ওপর খাঁড়া বরাবর থাকে, তখন নিজের ওজন কম অনুভূত হয়।
৬। টেলিফোন আবিস্কার করেছেন কে তা সবাই জানে। আলেকজান্ডার গ্রাহাম বেল । কিন্তু উনি নিজে কোনদিন তাঁর মা ও স্ত্রীকে ফোনকল করেননি। কারণ, উনার মা আর বৌ দুজনেই ছিলেন বধির।
৭। উট পাখীর চোখের আকৃতি তার মগজের চেয়েও বড়।
৮। জন্মদিনে যে গানটি সবাই গেয়ে থাকেন, হ্যাপি বার্থডে টু ইইউ, সেটি কপিরাইট করা।
৯। প্রজাপতি নাকি খাওয়ার স্বাদ নেয় তাঁর পা দিয়ে।
১০। চোখ খুলে হাঁচি দেয়া যায়না। হাঁচির সময় চোখ বন্ধ হয়ে যাবেই।
১১। কাঁচি কে আবিষ্কার করেছে জানেন? বিখ্যাত চিত্রশিল্পী নিওনার্দো দ্য ভিঞ্চি।
১২। হাতিই হোলো একমাত্র প্রাণী, যে লাফ দিতে পারে না।
১৩। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য দুটি দেশের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল, তা ১৮৯৬ সালে জাঞ্জিবার আর বৃটেনের মধ্যে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিটের মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে।
১৪। মানব শরীরে সবচেয়ে শক্তিশালী পেশী হোলো জিহ্বা।
১৫। যেকোনো আওয়াজ প্রতিধ্বনিত হলেও হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনোই প্রতিধ্বনিত হয় না। এ পর্যন্ত জানা যায়নি কেন এমন হয়।
১৬। ইংল্যান্ডের পাবলিক লাইব্রেরী থেকে যে বইটি চুরি যাবার রেকর্ড সবচেয়ে বেশী তা হোলো, দা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (The Guinness Book of World Records)
১৭। চকোলেট খেলে কুকুর মারা যেতে পারে। চকোলেটের মধ্যকার থিয়োব্রোমিন (theobromine) সরাসরি কুকুরের হার্ট এবং নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে।
১৮। একটুখানি মদ বিছার উপর ঢেলে দেখতে পারেন, তৎক্ষণাৎ এটি পাগল হয়ে যাবে আর নিজেকেই নিজে হুল ফুটিয়ে আত্মহত্যা করবে।
১৯। ব্রুস্ লী তার অ্যাকশনে এতটাই দ্রুত ছিলেন যে, তার অ্যাকশনগুলো দর্শককে দেখানোর জন্য ক্যমেরার রীল ধীরে ঘোরাতে হত, কিন্তু মানুষ বুঝতে পারতোনা যে রীল ধীরে ঘোরানো হচ্ছে।
২১। মানুষের মত কুকুর আর বিড়ালরাও ডানহাতি বা বামহাতি হয়।
২২। “চার্লি চ্যাপলিন” নিজেই একবার চার্লি চ্যাপলিন এর মত অভিনয় করার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন। এর মানে চার্লি চ্যাপলিনের আগে আরও দুইজন ছিলেন যারা তাকে দেখিয়ে দিয়েছিলেন চার্লি চ্যাপলিনের মত অভিনয় কি ভাবে করতে হয়।
আগের খবর পৃথিবীর সব থেকে মারাত্বক প্রাণী- মশা
পরবর্তী খবর বিশ্বের অনন্য এক মসজিদ সুলতান আহমেদ মসজিদ