টুথপেস্ট আসতে পারে আরো কাজে !
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার
| দুপুর ০১:৪৪
লাইফ
ই-বার্তা ।। আপনি জেনে অবাক হবেন যে টুথপেস্ট শুধু দাঁত মাজ্র কাজে না আরো অনেক কাজে ব্যবহার হতে পারে। চলুন দেখে আসি কি কি কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট।
১। রুপার আংটি বা গয়নার জৌলুস হারিয়ে কালচে হয়ে গেলে বাতিল ব্রাশে কিছুটা টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে।
২। টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচও সহজে পরিষ্কার করতে পারেন। নতুনের মতো চকচক করবে।
৩। হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরিষ্কার করতেও টুথপেস্ট অনেক উপকারি। একটা ভেজা কাপড়ের টুকরোয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা নোংরা পরিষ্কার হয়ে যাবে।
৪। কাঠের টেবিল বা অন্য কোন আসবাবপত্রে দাগ লাগলে নিমেষে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য কোন ক্ষতিকারক ব্লিচিংয়ের দরকার নেই। দাগ তুলতে টুথপেস্টই যথেষ্ট। কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু জোরে ঘষলেই উঠে যাবে।
৫। পোশাকে যদি লিপস্টিকের দাগ লেগে যায় কিংবা বোতল উলটে সস পড়ে সাদা টেবিল ক্লথ নোংরা হয়ে যায় তবে চিন্তার কারণ নেই, মুশকিল আসান রয়েছে আপনার হাতের কাছেই। সাতপাঁচ না-ভেবে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। দেখবেন দাগ উধাও।
আগের খবর পপকর্নের খোজখবর !
পরবর্তী খবর মজাদার লেমন চিকেন উইথ ক্যাশিউনাট